সমুদ্রপথে ১১ মাসের সর্বনিম্নে রাশিয়ার জ্বালানি তেল রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-০৬ ০৯:১৮:৪৫


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে আগস্টে সমুদ্রপথে আগস্টে সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেল রফতানি কমে ১১ মাসের সর্বনিম্নে। এ সময় পরিশোধন কেন্দ্রগুলোয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাপক বেড়ে যাওয়ায় রফতানিতে ধস নামে। অন্যদিকে উত্তোলন কমানোর প্রতিশ্রুতি এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনাও রফতানি কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

আগস্টে রাশিয়া প্রতিদিন গড়ে ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল করে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন রফতানি। এছাড়া যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় রফতানি কমেছে দৈনিক ৬ লাখ ৫০ হাজার ব্যারেল করে।

রাশিয়া গত মাসে নিজ দেশে উত্তোলিত অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে গড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেল করে। এক মাসের ব্যবধানে রফতানি প্রায় অপরিবর্তিত ছিল। তবে এপ্রিল-মে পর্যন্ত গড়ে যে পরিমাণ রফতানি হয়েছে তার তুলনায় কমেছে দৈনিক আট লাখ ব্যারেল করে। যুদ্ধপূর্ব অবস্থার চেয়েও রফতানি কমেছে। ওই সময় রফতানি হয়েছিল দৈনিক ৩১ লাখ ব্যারেল করে।

বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি তেল ক্রেতা দেশ ভারত। গত মাসে দেশটিতে রফতানি কমে ছয় মাসের সর্বনিম্নে। অন্যদিকে, সামরিক উত্তেজনার কারণে কৃষ্ণ সাগর দিয়ে অপরিশোধিত রুশ জ্বালানি তেলের প্রবাহও নিম্নমুখী। তবে বাল্টিক ও আর্কটিক অঞ্চল থেকে রফতানি ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, গত মাসে রাশিয়ার পরিশোধিত জ্বালানি তেল রফতানি কমে ১০ মাসের সর্বনিম্নে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২২ লাখ ৭০ হাজার ব্যারেলে। যুদ্ধপূর্ব রফতানির পরিমাণ ছিল দৈনিক ৩০ লাখ ব্যারেল। দেশটির পরিশোধন কেন্দ্রগুলোয় গত মাসে মৌসুম রক্ষণাবেক্ষণ কার্যক্রম ছিল সর্বোচ্চ পর্যায়ে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল রফতানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ফলে মে মাস থেকেই অব্যাহতভাবে দেশটির রফতানি কমছে। আগস্টে দেশটি দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে রফতানি কমানোর কথা জানিয়েছে। চলতি সেপ্টেম্বরে দৈনিক আরো তিন লাখ ব্যারেল করে রফতানি কমানো হবে।

এনজে