সিলেটের মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্যাস দিতে গিয়ে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কম্প্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে ৯ জন অগ্নিদগ্ধ হয়। আহতরা বিরতি স্টেশনের কর্মচারী ও তেল-গ্যাস নিতে আসা কয়েকজন।
খবর পেয়ে দ্রুত সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, অগ্নিদগ্ধ ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এম জি