ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংকে পুঁজিবাজারে আনতে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৯-০৬ ১০:৩১:২৪


বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড এবং পোশাক খাতের প্রতিষ্ঠান, ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেড এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল; ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এর কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির এসএমই বোর্ডের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।

মঙ্গলবার বিকেলে (৫ সেপ্টেম্বর, ২০২৩) রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এর পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এর ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর