এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লে’তে চার উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।
মোহাম্মদ নাঈমের সঙ্গে আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া মেহেদী হাসান মিরাজকে আজও ওপেনিংয়ে পাঠায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু মিরাজ আজ আর নিজেকে প্রমাণ করতে পারেননি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান এই অলরাউন্ডার।
মিরাজের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন শান্তর পরিবর্তে একাদশে জায়গা পাওয়া লিটন দাস। লিটন ম্যাঠে নেমে শুরুটাও ভালোই করেন। বাউন্ডারিতে দারুণ শুরুর আভাস দিলেও শেষ পর্যন্ত আফ্রিদিকে উইকেট বিলিয়ে আসেন লিটন। অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন তিনি। ব্যাটে কানায় লেগে ক্যাচ গেছে রিজওয়ানের কাছে। লিটন ও নাঈমের জুটি বাউন্ডারিতে সওয়ার হয়েছিল, লিটনের উইকেটে ছন্দপতন। ১৩ বলে ১৬ রান লিটনের।
লিটন ফেরার পর উইকেট দিয়ে আসেন নাঈম শেখও। হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়েছিলেন। খাড়া ওপরে উঠেছে ক্যাচ। নিজেই সেটি নিয়েছেন রউফ। এদিন ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়ও। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করে গেছেন পুরোপুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান।
এএ