ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ছয় কোটি ৩০ লাখ টাকা মূল্যের সোনা জব্দ করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদারপাড়া এলাকা থেকে এই সোনা জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম ৭৪০ মিলিগ্রাম। যা আগুনে গলিয়ে ৩১টি দেশি তেজাবি (গহনা ভেঙে পাকা করা) সোনার বার তৈরি করা হয়েছিল।
ভারতে সোনা পাচারের সাথে জড়িত থাকার দায়ে দুই চোরাচালানিকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃত সোনা চোরাচালানিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্তবর্তী বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে তুহিন (২০) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব হোসেন (২২)।
বিজিবি সূত্র জানায়, সোনার একটি বড় চালান বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচার করা হবে―এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দলের সদস্যরা সকালে সীমান্ত এলাকায় অবস্থা নেন। এ সময় সকাল ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৭-এর সাব পিলার ৪৮ হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সোনাসহ তাদের আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সোনার এই চালান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।
এএ