পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সংবিধানে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা বলা হয়েছে। নির্বাচন ছাড়া সরকারের বৈধতা নেই। কিভাবে নির্বাচন হবে সেটা শেখ হাসিনার ওপর নয়, সংসদে পাশ করা আইন অনুযায়ী হবে। আর কোনো বিদেশি শক্তি দ্বারা নির্বাচন প্রভাবিত হবে না।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এম.এ.মান্নান আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন ঠিক করবে কিভাবে ভোট হবে। তবে নির্বাচন ঠিক সময়ে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংবিধান ও দেশের আইন অনুযায়ী সব কিছুই হবে।
মারামারি করে নির্বাচন করা যাবে জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কে কি মতামত দেবে, এটা তাদের বিষয়। মারামারি করে নির্বাচন করা যাবে না। আইন অনুযায়ী সকল কিছু পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারা উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।
এম জি