বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলে আফগানিস্তান। শক্তির বিবেচনায় লাল-সবুজের জার্সিধারীদের থেকে অনেকটা এগিয়ে আফগানরা। এগিয়ে র্যাংকিংয়েও। তবুও এক ম্যাচেও জামায় ভূঁইয়াদের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি সফরকারীরা। দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছে।
প্রথম ম্যাচ গোলশূন্য আর আজ দ্বিতীয় ম্যাচ ১-১ এর সমতায় শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল।
আজকের ম্যাচে ড্রয়ে অবদান রয়েছে তরুণ উদীয়মান শেখ মোরসালিনের। ম্যাচের ৫২ মিনিটে কর্নার থেকে জাভার সারজা সফরকারীদের লিড এনে দেন। পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন আজ অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিংয়ে গোল করেন মোরসালিন।
আজকের প্রথমার্ধ আলোচনায় দুই দলের দুই কোচের লাল কার্ড ও বৃষ্টি। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়ড়রা মেজাজ হারাচ্ছিলেন। ১৮ মিনিটে বাংলাদেশ অর্ধে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে দুই দলের ডাগআউট। আফগানিস্তানের কুয়েতী কোচ আব্দুল্লাহ আল মুতাইরী নিজ ডাগ আউট ছেড়ে বাংলাদেশের ডাগ আউটের দিকে তেড়ে আসেন।
বাংলাদেশের কোচিং স্টাফরাও বাক-বিতন্ডায় লিপ্ত হন। দুই-এক মিনিট ধরে হাল্কা ধস্তাধস্তিও হয় দুই পক্ষের মধ্যে। ম্যাচ পরিচালনায় নিয়োজিত নেপালী রেফারিরা অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে সরাসরি লাল কার্ড দেখান। বাংলাদেশ ডাগ আউটের সামনে কার্ড প্রদর্শনের পরপরই রেফারি প্রাঞ্জল ছেত্রী দৌড়ে গিয়ে আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরীকে লাল কার্ড দেখান।
এএ