

বগুড়ায় ফ্যাশন হাউজ ডিমান্ড-এর শোরুম উদ্বোধন করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নিশাত জারিন অরিন। শুক্রবার তিনি এ শো-রূমের উদ্বোধন করেন।
শো-রূ ম উদ্বোধন কালে এই জনপ্রিয় নায়িকা বলেন, পোষাক মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। আর ডিমান্ডের মান প্রকাশ পাবে তাদের ভাল মানের পোষাক গ্রাহকদের কাছে পৌছালে। তাই পোষাকের মান যেন ভাল থাকে দিকে ডিমান্ড ফ্যাশনের লক্ষ্য রাখতে হবে।
ডিমান্ড এর কর্ণধার রাসেল মাহমুদ বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ডিমান্ড। ডিমান্ড শুরু থেকেই তারুণ্যের চাহিদাকে প্রাধান্য দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
ডিমান্ডের সকল শোরুমে পাওয়া যাচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর এর নিত্য নতুন পোশাক। বিস্তারিত জানতে কল করুন ০১৯৭৭৫২৫৬৫৮।
সানবিডি/ঢাকা/এসএস