নিখোঁজের একদিন পর উদ্ধার হলো নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকার ভাই-বোনের মরদেহ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে সামির ও তিশা নামের ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ।
নিহতরা হলো- বন্দরের আমিন এলাকায় অটোচালক কামালের সন্তান। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবা রয়েছে। সেখানেই জোয়ারের পানিতে খেলতে নামে শিশু দুটি। এরপর থেকে নিখোঁজ হয় তারা। সকালে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এম জি