ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এই নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, রোববার (১০ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দুই ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত তদন্ত করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) কে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন (নিউজমার্কেট জোন) রমনা বিভাগ ও গোয়েন্দা- মতিঝিল বিভাগের দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদ মর্যাদার সদস্য।
এএ