‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন নোবেল
প্রকাশ: ২০১৬-০৬-১৪ ১৪:৫৪:৩৭

দেশের মডেলিং জগতের রাজপুত্র বলা হয় নোবেলকে। মডেলিং ক্যারিয়ার প্রায় তিন দশক হতে চলছে এ তারকার। স্মার্টলুকের এ মডেল বড় পর্দার জন্যও একাধিক প্রস্তাব পেয়েছিলেন।
কেয়ামত থেকে কেয়ামত ছবিটিতে অভিনয় করে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন সালমান শাহ। এ সুযোগটি হাতছাড়া করেছেন নোবেল। কিন্তু কেন? বর্তমান সময়ে এসে এ নিয়ে এ তারকার মধ্যে কোনো আফসোস হয় কি? ক্যারিয়ারের প্রায় তিন দশক পর এমন প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন নোবেল।
মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ঈদের রাতের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে আসছেন তিনি। সেখানেই পাওয়া যাবে এই প্রশ্নের জবাব। অনুষ্ঠানে নোবেল নিজের কণ্ঠে গানও গেয়ে শোনাবেন এবং গান নিয়ে তার আগামী পরিকল্পনার কথাও জানাবেন।
মারিয়া নূরের উপস্থাপনায় ‘স্টার নাইট’ প্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













