ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় গতকাল রোববার দুপুরে ডিএমপির রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়। সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।
সবশেষ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
এম জি