

ক্যারিয়ারে টিকে থাকার জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করা এ নায়ক এখনও যুদ্ধ করে যাচ্ছেন। অভিনয় দক্ষতার কারণে নির্মাতারা তাকে নিয়ে রিস্কও নিচ্ছেন।
সম্প্রতি তার অভিনীত ‘চোখের দেখা’ নামে একটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন টিভি অভিনেত্রী অহনা। ছবিটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘ছবির কাজ শেষ হয়েছে অনেক দিন আগে। সাময়িক জটিলতা কাটিয়ে ছবিটি সেন্সরে জমা পড়ে গত সপ্তাহে। অবশেষে ছাড়পত্র পেল।
এটা নিঃসন্দেহে আমার জন্য ঈদের মতোই খুশির সংবাদ। আশা করি ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।’ রোমান্টিক গল্পনির্ভর ছবিটি পরিচালনা করেছেন পিএ কাজল। সাইমন-অহনা জুটির প্রথম ছবি এটি। এতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।
এরইমধ্যে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতিও গ্রহণ করছেন পরিচালক। উল্লেখ্য, সাইমন অভিনীত সর্বশেষ ‘অজান্তে ভালোবাসা’ ছবিটি মুক্তি পায়। বর্তমানে এ নায়ক একাধিক ছবি নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে রয়েছে ‘মায়াবিনী’, ‘তুই আমার’, ‘ধুম ধাড়াক্কা’, ‘মন যারে চায়’ প্রভৃতি ছবি।
সানবিডি/ঢাকা/এসএস