সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৮৮ বারে ৬ লাখ ৭৩ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১০ বারে ৭ হাজার ৫৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফার শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৭ বারে ১ লাখ ৬৫ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আনলিমা ইয়ার্নের ১.৭৯ শতাংশ, এডিএন টেলিকমের ১.৬৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ১.২১ শতাংশ, পূবালী ব্যাংকের ১.১০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ০.৯৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস