রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে আজ বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সফররত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সাক্ষাৎ করেছেন। খবর রুশ বার্তা সংস্থা তাস ও বিবিসির।
কসমোড্রোমে বৈঠকের কথা রয়েছে তাদের। রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পুতিন এখন ভস্তোচনি কসমোড্রোম ঘুরে দেখাচ্ছেন কিমকে।
কসমোড্রোমে বৈঠকের কথা রয়েছে তাদের। রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পুতিন এখন ভস্তোচনি কসমোড্রোম ঘুরে দেখাচ্ছেন কিমকে।
এর আগে পুতিন এই স্পেস পোর্টে কিমকে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনাকে পেয়ে আমি গর্বিত।’ এরপর ২০১৬ সালে চালু হওয়া ভস্তোচনি কসমোড্রোম সম্পর্কে তিনি বলেন, ‘এই আমাদের নতুন কসমোড্রোম।’
ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এরপরে কিম আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান পুতিনকে।
বিস্তারিত আসছে...
এনজে