জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটটি হ্যাকারদের কবলে পরেছে। সাইটটি এমন সময় হ্যাক হয়েছে যখন বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার নানান তথ্য, প্রবেশপত্র ডাউনলোড করা হচ্ছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির সাইটি হ্যাক করেছে আর.ওয়ান. পি.এইচ ৪৭ নামের একটি হ্যাকার গ্রুপ। তবে খারাপ কোন উদ্দেশ্যে এটি হ্যাক করা হয়নি বলে দাবি করেছে হ্যাকাররা। তারা বলছে, শুধু সাইটটির নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্যই হ্যাক করা হয়েছে। এবং সাইটটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেই তারা জানাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও পরামর্শ দিয়েছে তারা। অন্যথায় আবারো হ্যাক করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি পরিচালক ড. উজ্জল কুমার আশ্চার্য সানবিডিকে বলেন, বিকেল ৫ টার দিকে আমাদের সাইটটি হ্যাক হয়েছে। আমরা সাইটটি হ্যাকারদের হাত থেকে খুব শিঘ্রই মুক্ত করতে পারবো।
হ্যাক হওয়ার কারণে ভর্তি ইচ্ছু ছাত্র/ছাত্ররাই বেশি ক্ষতির সম্মুখিন হচ্ছে বলে মনে করেন তিনি।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস