দুদকে নতুন ৩ পরিচালক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৩ ১৭:২৮:০১

উপসচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ. টি. এম. আজহারুল ইসলাম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মামুন সরদার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে তাদের নিজ কর্মস্থল থেকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










