রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের প্রায় ৫ ঘণ্টা পার হলেও আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটেও কৃষি মার্কেটের বিভিন্ন দোকানে আগুন জ্বলতে দেখা যায়।
বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যোগ দিয়েছে। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনও টিনশেডের অনেকাংশে আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পর পর এসি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনজে