বিহারের শিক্ষামন্ত্রীর সঙ্গে স্মৃতি ইরানির কথার লড়াই

প্রকাশ: ২০১৬-০৬-১৪ ২২:০২:৪০


smriti-irani20160614153655ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কথার লড়াইয়ে লিপ্ত হয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীর স্মৃতি ইরানি। মঙ্গলবার টুইটারে স্মতি ইরানিকে ‘ডিয়ার’ বলে সম্বোধন করায় বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরীকে এক হাত নিয়েছেন তিনি।

স্মৃতি ইরানি এক টুইট বার্তায় শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ এনেছেন অশোকের বিরুদ্ধে। মঙ্গলবার অশোক চৌধুরী এক টুইট বার্তায় স্মৃতি ইরানিকে উল্লেখ করে বলেন, ডিয়ার, স্মৃতি ইরানি জি, রাজনীতি এবং বক্তৃতা ছেড়ে নতুন শিক্ষা নীতির ওপর মনোযোগ দিন।

ভারতের বিহার রাজ্যে সফর গিয়ে অশোক চৌধুরীকে উদ্দেশ্য করে ইরানি বলেন, কাকে কীভাবে সম্বোধন করতে হয় তা কি জানেন অশোক জি?

অশোক চৌধুরী কংগ্রেস দলের বিহার রাজ্যের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইরানির ওই প্রশ্নের জবাবে টুইট বার্তায় তিনি বলেন, এটি অসম্মান করার জন্য বলা হয়নি বরং শিক্ষার…পেশাদারি ই-মেইল শুরু হয় ‘ডিয়ার’ সম্বোধন করে। টুইটারে তিনি বাস্তব সমস্যা সম্পর্কে জবাব দেয়ার আহ্বান জানান।

অপর এক টুইটে স্মৃতি ইরানি বলেন, অশোক চৌধুরী, আপনার কিংবা অন্য সবার সঙ্গে আমার যোগাযোগ শুরু হয় সম্মানিত দিয়ে। ভারতীয় বিজেপি পার্টির জ্যেষ্ঠ এই নেতা বলেন, রাজ্যের শিক্ষানীতি সম্পর্কে আমাকে অবহিত করা হয়নি। এমনকি আমার সঙ্গে একান্ত সাক্ষাতেও তা জানানো হয়নি। তিনি বলেন, সম্ভবত বিহারই একমাত্র রাজ্য, যেখানে তৃণমূলের সঙ্গে আলোচনা করে শিক্ষানীতি তৈরি করা হয়নি।

কথার তিক্ত লড়াই এরপরও থেমে থাকেনি। পাল্টা এক টুইট বার্তায় অশোক চৌধুরী বলেন, স্মৃতি ইরানি জি অনেক কিছু শিখেছেন মোদি জির কাছে থেকে…মিথ্যা প্রতিশ্রুতি ও অন্যের ওপর দোষ চাপানো।

চৌধুরী আরেক টুইটে স্মৃতি ইরানির সঙ্গে সাক্ষাতের জন্য এক মিনিটি সময় প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, সেই অালোচনায় সত্য উঠে আসবে।

ইরানি আবার আরেকটি টুইটে জ্বলে উঠেছেন। বলেন, জনাব, আমি আশা করি শিক্ষানীতি সমৃদ্ধ করার জন্য আপনার ব্যস্ত সূচি থেকে একটু সময় বের করবেন। রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন।

সানবিডি/ঢাকা/আহো