এবার সাইনার প্রেমে কোহলি!
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১০:৪০:১৫

খবরটি শুনে হয়তো অনেকের চোখ কপালে ওঠতে পারে। তবে সত্যিই কি সাইনা নেহওয়ালের প্রেমে পড়েছেন বিরাট কোহলি? পুরোটা না হলেও আংশিক সত্যি। জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনার প্রেমে নয়, তাঁর খেলার প্রেমে মজেছেন ভারতের টেস্ট দলনেতা বিরাট কোহলি!
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলার পর সবার ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাইনা। সেই সুবাদে এক টুইট বার্তায় সাইনাকে শুভেচ্ছা জানিয়েছেন কোহলিও।
ভারতীয় টেস্ট অধিনায়ক তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘তোমার জন্য বেশ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। এগিয়ে যাও।’
প্রতি উত্তরে সাইনাও কোহলির প্রশংসা করে তাঁর মতো আরও ভালো করতে চান বলে জানিয়েছেন। ‘আমি তোমার মতো আগ্রাসীভাবে খেলতে আগ্রহী। আরও বেশি ম্যাচ জিততে চাই। এ জন্য অনেক পরিশ্রম করছি আমি।’
উল্লেখ্য, ২০১২ সালে সাইনা লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে ব্রোঞ্জপদক জয় করেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে বিজয়ী হয়েছেন তিনি। এ ছাড়া সুপার সিরিজ টুর্নামেন্ট এবং ২০০৯ সালে জাকার্তায় অনুষ্ঠিত ইন্দোনেশিয়া ওপেনে শীর্ষস্থানীয় চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং লিনকে পরাভূত করে সকলের মনোযোগ আকৃষ্ট করেছিলেন সাইনা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













