ফিউচার মার্কেটে বাড়তির দিকে আকরিক লোহার দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৬ ০৯:৫০:৪১
ফিউচার মার্কেটে টানা তৃতীয় দিনের মতো বাড়তির দিকে আকরিক লোহার দাম। ধাতুটির শীর্ষ ব্যবহারকারী চীনে ইস্পাত প্রস্তুতকারীরা আমদানি বাড়ানোয় চাহিদা বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তবে এখনো দুর্বল ইস্পাত বাজারে লাভের পরিমাণ সীমিতই রয়ে গেছে। চীনে বড় সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার আগে ইস্পাত উৎপাদকরা আকরিক লোহার মজুদ বাড়ানোয় চাহিদা বেড়েছে ধাতুটির। খবর রয়টার্স।
সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির উপাদানের অক্টোবর বেঞ্চমার্কে এসজেডজেডএফইউ৩-এর টনপ্রতি মূল্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ১১৯ ডলার ২৫ সেন্টে উঠেছে। গত ৩১ মার্চের পর এটিই আকরিক লোহার সর্বোচ্চ দর।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারিতে বাণিজ্যিক লেনদেনের শীর্ষে থাকা ডিসিআইওসিভি১-এর মূল্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে টনপ্রতি ৮৬০ দশমিক ৫০ ইউয়ান বা ১১৮ ডলার ১৩ সেন্টে উঠেছে।
এনজে