বলিভিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১০:৫২:২৭


Arjentinaযুক্তরাষ্ট্রে চলমান শতবর্ষী কোপা আমেরিকার আসরের গ্রুপপর্বে আর্জেন্টিনা তিনে তিন! তার মানে, তিনটি ম্যাচ খেলে সবগুলোতে জয় পেয়েছে জেরার্ডো মার্টিনোর দল। বুধবার সকালে (বাংলাদেশ সময়) বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে মেসি-আগুয়েরোদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্স-আপ ভেনেজুয়েলা।

টানা তিন ম্যাচ জেতায় পূর্ণ ৯ পয়েন্ট ঝুলিতে জমা পড়েছে আর্জেন্টিনার। অপর ম্যাচে পানামাকে (৪-২) হারিয়ে শেষ আটের খেলা নিশ্চিত করা চিলির অবস্থান দ্বিতীয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ৬।

আর ১ ম্যাচে জয় পাওয়ায় ৩ পয়েন্ট নিয়ে পানামা রয়েছে তৃতীয় স্থানে। পয়েন্ট না পেয়েই আসর থেকে বিদায় নিয়েছে বলিভিয়া।