দায়িত্বশীল দীপিকা
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১৩:৪৩:১৬

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রচারণার
দায়িত্বেথাকা সদস্যরা সম্প্রতি এক বৈঠকে যোগ দিতে মুম্বাইয়ের জুহু যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের মধ্যে একটি মেয়ে গুরুতর আহত হয়। তড়িঘড়ি কাছের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। খবর পেয়েই সেখানে ছুটে আসেন দীপিকা।
মেয়েটি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তাকে শান্ত রাখার পাশাপাশি সাহস জুগিয়েছেন দীপিকা। মেয়েটির চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
শুধু তা-ই নয়, ব্যক্তিগতভাবে বিভিন্ন চিকিৎসক ও বিশেষজ্ঞকে ফোন দিয়ে মেয়েটির চিকিৎসার ব্যাপারে তাদের মতামত নিয়েছেন দীপিকা। নিজের প্রচারণা দলের সবাইকে মেয়েটির পাশে থাকার নির্দেশও দিয়েছেন।
এদিকে সম্প্রতি হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজ শেষ করেছেন দীপিকা।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













