ফরিদপুরের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৭ ১৬:০২:২০

ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।
রোববার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরা জেলার মহম্মদপুরের উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালকে ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে এই কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










