জবির প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য বর্ণাঢ্য সাজে সেজেছে ক্যাম্পাস

আপডেট: ২০১৫-১০-১৯ ১৮:১৬:০৮


JNUজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠা বর্ষিকী কাল। বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে বর্ণাঢ্য সাজে সেজেছে জবি ক্যাম্পাস। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করা হবে। এরপর সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ মিনার চত্বর হতে র‌্যালি বের হবে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে, ভিক্টোরিয়া পার্ক পরিক্রমন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হবে। এতে ব্যান্ডদল অংশগ্রহণ করবে।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এছাড়া দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় যাত্রাপালা এবং রাত সাড়ে ৭ টায় কর্নসাটের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন হৃদয় খান এবং পাওয়ার ভয়েসের রাজীব।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র দশ বছরে উন্নয়নের স্বর্ণশিখরে পৌছতে পারবে না। তবে এ বছর গবেষণা ও প্রকাশনায় যে অগ্রগতি হয়েছে তা উল্লেখযোগ্য বলে মনে করেন তিনি। উপাচার্য আরো জানান, দুই সেশনে মোট ১৯ জন গবেষক পিএইচডি ডিগ্রির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং ৫১জন গবেষক এমফিল ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস