প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইইউ তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা ইইউ থেকে আলাদা হয়ে যাব।
জাতিসংঘের ৭৮ তম সাধারণ পরিষদে যোগ দেওয়ার আগে শনিবার ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে তুরস্ক প্রসঙ্গে কিছু বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে এ কথা বলেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে ইইউর এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান কাঠামোয় কোনো অবস্থাতেই আঙ্কারাকে ২৭ সদস্যের জোটে যুক্ত করা সম্ভব নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে’ ২৭ সদস্যের এই জোটে তুরস্কের যোগদান প্রক্রিয়া ফের শুরু হতে পারে না। আঙ্কারার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি সমান্তরাল ও বাস্তবসম্মত কাঠামো’ অনুসন্ধানের জন্য ইইউ’র প্রতি আহ্বানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
এরদোয়ান বলেন, ইইউ তুরস্ককে দূরে রাখার চেষ্টা করছে। তবে তুরস্ক নিজেই ইইউর সদস্য হওয়ার ক্ষেত্রে আঙ্কারা মূল্যায়ন করতে সক্ষম বলে জানান তিনি। প্রয়োজনে ইইউ থেকে সরে আসবে তুরস্ক।
উল্লেখ্য, ২৪ বছর ধরে ইইউর সদস্য হতে চাইলেও জোটটি তুরস্কের মানবাধিকার ও আইনের শাসনের বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।ে
এম জি