জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোঃ শাহনুর আলম খানকে অবসর প্রদান করেছে সরকার।
ঐচ্ছিক অবসরের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) তার আবেদন মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব ড. মোঃ শাহনুর আলম খানকে অবসর প্রদান করা হলো। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্তির প্রেক্ষিতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর হতে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর প্রদান করা হলো। অনুকূলে একবছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। বিধান অনুযায়ী ১৮ মাসের বেতনসহ অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
এম জি