উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট। রোববার মধ্যরাতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে অক্সিজেন দিয়ে সেটা সমাধানের চেষ্টা করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়ার অবস্থা গুরুতর। এখন একেবারে শেষ সময় চলে এসেছে। অনতিবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এ মন্তব্য করেন তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে এখন উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসকরা বলেছেন যে দেশে সুচিকিৎসা দেওয়া সম্ভব না। আমরা অনেকদিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না।
একই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
এম জি