বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা কে. এম আব্দুস সালামকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বিসিএস ক্যাডারের কর্মকর্তা কে. এম আব্দুস সালামকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে একবছর মেয়াদে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এম জি