৩-০তে সিরিজ জয় ভারতের
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ২১:৩৫:৩২

মাত্র ২১.৫ ওভারেই ম্যাচ ছিনিয়ে নিল ভারত। তার সঙ্গেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিলেন ধোনিরা। বল হাতে বুমরাহ ও ব্যাট হাতে লোকেশ রাহুল ও ফয়েজ ফজলের বাজিমাত। লোকেশ রাহুল করলেন ৬৩ ও ফয়েজ ফজল করলেন ৫৫ রান।
প্রথমে ব্যাট করে ১২৩ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। বুমরাহর হ্যাটট্রিকসহ ৪ উইকেটের দাপটে বড় রানের পৌঁছতে ব্যর্থ জিম্বাবোয়ে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। ৪২.২ ওভারেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ে।
এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেল ফয়েজ ফজলের। করুন নায়ারের জায়গায় এলেন তিনি। যদিও নিয়মরক্ষার ম্যাচ। শেষ ম্যাচে জিতে ৩-০তে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নেমেছিলেন ধোনিরা। জিম্বাবোয়ের লক্ষ্য ছিল সম্মানরক্ষা। শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে মান রাখতে মরিয়াও ছিল জিম্বাবোয়ে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












