মেঘালয়ে বাস খাদে পড়ে নিহত ৩০

প্রকাশ: ২০১৬-০৬-১৫ ২১:৪৯:৪৫


india1466003418
প্রতীকী ছবি

ভারতের মেঘালয় রাজ্যে গিরিখাদে বাস পড়ে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার মেঘালয়ের ইস্ট কাশি হিলস শহরের সোনাপুরে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিঁটকে গিরিখাতে পড়ে যায়। বুধবার পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩০ নিহত ও নয়জন আহত হয়েছে। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মেঘালয় পুলিশের মহা পরিচালক রাজিব মেহতা জানিয়েছেন, বাসটি শিলচর থেকে আসামের গোয়াহাটি আসছিল। এ সময় এটি একটি গিরিখাদে পড়ে যায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের মৃতদেহ উদ্ধারে চেষ্টা করছে বিএসএফ ও স্থানীয় লোকজন। উদ্ধারকৃত আহতদের শিলংয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সানবিডি/ঢাকা/আহো