ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমজাদহাটের ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধর্মপুর এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) ও তাদের দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।
জানা যায়, সুমি আক্তার আজ সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই সন্তান পাশে খেলাধুলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়েন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এম জি