আরো এক মডেলের আত্মহত্যা
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১০:০৬:৫২

মডেল এবং গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ সাবিরা হোসাইন আত্মহত্যা করেন গত মাসের ২৪ তারিখ। সেই রেশ কাটতে না কাটতেই আরো এক মডেল আত্মহত্যা করলেন। তার নাম সিনহা রাজ। তিনি ২০১৪ সালের ভিট মডেল প্রতিযোগী ছিলেন।
মঙ্গলবার রাত ১২টার পরে মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে তার স্বামী অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য জীবনে স্বামী অভিজিৎ অভির সঙ্গে বনিবনা না হওয়ার আত্মহত্যা করেন সিনহা। এ ঘটনার পর পুলিশ অভিজিৎ অভিকে গ্রেফতার করেছে। অভিজিৎ টুকটাক অভিনয় এবং নির্মাণের সঙ্গে জড়িত আছেন।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













