মুসলিমরাও একাধিক বিয়ে করতে পারবে না
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১০:৫৯:০৬

জার্মানিতে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনো বিদেশিও তার সংস্কৃতি অনুযায়ী এদেশে ৪ বিবাহ করতে পারবেন না।আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, ‘যারা এদেশে এসেছেন তাদের কেউ আমাদের আইনের উর্ধ্বে নন। তাদের সংস্কৃতিক মূল্যবোধ কিংবা ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, আমাদের আইন তাদের মেনে চলতে হবে।’
কয়েকটি ইসলামী দেশে একজন পুরুষ সর্বাধিক চার মহিলাকে বিয়ে করতে পারে। কিন্তু জার্মানিতে আইন করে এটি নিষিদ্ধ করা হলো।
জার্মানিতে সম্প্রতি বাল্যবিবাহ ও বহুবিবাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, জার্মানি রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রহণ করছে। তাদের অনেকেই আসছে মুসলিম দেশ থেকে।
জার্মানির আইনে পরিষ্কার বলা হচ্ছে যে, সম্প্রতি যারা এসেছে তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোয্য হবে। কেউ একজনের বেশি বিয়ে করতে পারবে না।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













