বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার প্রথম ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাঠে নামবে টাইগাররা। এদিকে দুই দলের তারকা ক্রিকেটারকে বিশ্রামে দিয়ে বেঞ্চ এবং তরুণদের বাজিয়ে দেখছে লাল সবুজ জার্সিধারীরা ও ব্লাক ক্যাপসরা। তবে তাতে রঙ হারাচ্ছে না এই সিরিজ। কেননা বংলাদেশের কাছে এই সিরিজের গুরুত্ব অনেক। টাইগাররা এই সিরিজ দিয়েই চূড়ান্ত করবে বিশ্বকাপ স্কোয়াড। অনেকের জন্যই তাই এটা নিজেদের প্রমাণ করার শেষ মঞ্চ। তরুণদের সঙ্গে এই লড়াইয়ে আছেন সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা।
কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটনকে। এশিয়া কাপের ভারত ম্যাচে সুযোগ পাওয়া বিজয় খেলতে পারেন তিন নম্বর পজিশনে। চারে খেলার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়ের। পাঁচে নামতে পারেন রিয়াদ। পুরো ম্যাচ জুড়ে আলাদা নজর থাকবে এই ক্রিকেটারের ওপর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
এম জি