বিদায়ী সপ্তাহে (১৭ সেপ্টেম্বর-২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩টির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় ৭টিই ছিলো বিমা খাতের প্রতিষ্ঠান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দরপতন হয়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। সপ্তাহের শুরুতে ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। আর শেষ কর্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৭ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ টাকা ২০ পয়সা বা ২৩ দশমিক ১৬ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৬০ শতাংশ। আর ১৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর কমায় তালিকায় তৃতীয় রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি।
এনজে