ভোমরায় শুকনো মরিচ আমদানি বেড়েছে তিন গুণ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৪ ১০:৪৮:১৮


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে শুকনো মরিচ আমদানি। দেশের বাজারে বেশি চাহিদা থাকায় আমদানি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে।

তবে আমদানি বাড়লেও দেশের বাজারে মসলা পণ্যটির দাম কমছে না। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, পণ্যটি বাড়তি দামেই আমদানি করতে হচ্ছে। এ কারণে পাইকারি ও খুচরা বাজারে দাম কমছে না।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে এ বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছে ১০ হাজার ৩৯৭ টন। যার আমদানি মূল্য ২৬১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি হয়েছিল ৩ হাজার ৭৭৯ টন। যার আমদানি মূল্য ছিল ৮৫ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মসলা পণ্যটির আমদানি বেড়েছে ৬ হাজার ৬০০ টন।

এনজে