হিলিতে কেজিতে ৪-৬ টাকা বাড়ল পেঁয়াজের দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৪ ১০:৫৪:০১


চলমান বৈরী আবহাওয়া ও আমদানি কমায় দিনাজপুরে হিলি স্থলবন্দরে ফের বাড়তে শুরু করেছে আমদানীকৃত পেঁয়াজের দাম। তিনদিনের ব্যবধানে প্রতি কেজি ৪-৬ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হয়। তবে বর্তমানে আমদানীকৃত পেঁয়াজের বেশির ভাগই ইন্দোর জাতের। নাসিক জাতের পেঁয়াজের আমদানি কমে এসেছে।

বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে ৪৯-৫০ টাকা কেজি দরে, যা তিনদিন আগেও ৪৩-৪৪ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ আগে ৫০-৫১ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩-৪ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘গত সপ্তাহে বন্দর দিয়ে ৩০-৪০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৫-২০ ট্রাকে নেমেছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৪৫৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। গতকাল দুপুর পর্যন্ত ১৫ ট্রাক আমদানি হয়।’

এনজে