সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ২৮ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৮০ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৫০০ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩১০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১২টি কোম্পানির। বাকি ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
এনজে