দেশের বাজারে যাত্রা করল আইটেল মোবাইল
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১৬:৩৮:২৯

সাধারণ মানুষের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন মোবাইল হ্যান্ডসেট বাজারে ছেড়েছে আইটেল মোবাইল বাংলাদেশ। সাশ্রয়ী দামে ভালোমানের স্মার্ট ও বেসিক ফোন ব্যবহারের সুযোগ পাবেন দেশের সাধারণ গ্রাহকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইটেল মোবাইল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শ্যামল সাহা।
তিনি জানান, ২০০৭ সালে প্রযুক্তি সম্পন্ন দেশ হংকংয়ে প্রতিষ্ঠিত হয়েছে আইটেল মোবাইল। এটি ট্রান্সশন হোল্ডিংসের একটি শাখা কোম্পানি। এ প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যই আধুনিক ও মানসম্মত। ট্রান্সশন হোল্ডিংস কোম্পানির সঙ্গে ইতোমধ্যে গুগল, ফেসবুক, ইনটেল, সনি, মাইক্রোসফটসহ এরকম সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হয়েছে।
শ্যামল সাহা বলেন, ফিচার ফোন উৎপাদনে বিশ্বে প্রথম এবং আফ্রিকার প্রথম সারির তিনটি মোবাইল ব্যান্ডের মধ্যে একটি কোম্পানি হলো ট্রান্সশন হোল্ডিংস। তাই এই কোম্পানির ফোন দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই আমরা।
আইটেল মোবাইল সম্পর্কে তিনি জানান, উন্নত প্রযুক্তি ও পণ্যের গুণগত মান দুটিই নিশ্চিত করে স্মার্ট ফোন, ট্যাবলেট, ফিচার ফোনসহ নানা পণ্য বাজারে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। প্রতিটি ফোনের ক্যামেরা, দীর্ঘ মেয়াদি ব্যাটারি ও জাভা সংযুক্ত। তাই গ্রাহকরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এগুলো।
আইটেল মোবাইলের কান্ট্রি ডিরেক্টর বলেন, গ্রাহকদের অর্থের সঠিক মূল্যায়ন নিশ্চিত, স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্য তৈরি, স্বল্প সময়ে ও সঠিকভাবে বিনিয়োগের সেবা নিশ্চিত করবে আইটেল মোবাইল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে উত্তরাঞ্চলে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আইটেল মোবাইল। এছাড়া নিজেদের সার্ভিস সেন্টার থাকায় উন্নত সেবা পাচ্ছেন গ্রাহকরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইটেল মোবাইলের বিক্রয় ব্যবস্থাপনক স্টিফেন, জেরি হি প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













