সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর ধোলাইখালে চলছে বিএনপি সমাবেশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশ শুরু হয়।
এর আগে বেলা ১২টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেখা ব্যানার-ফেস্টুন ছিল। এ সময় নেতা-কর্মীদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এম জি