

শার্লিন চোপড়ার পর এবার বলিউডের আরও এক অভিনেত্রী বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি আলিসা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিসা খান বলেছেন, ‘টাকার বিনিময়ে রাত কাটাতাম। তাদের সঙ্গে রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিত।’
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর। ‘পয়সার অভাবে ফুটপাথে থাকছেন অভিনেত্রী’। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা জানান আলিসা।
একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক্স বয়ফ্রেন্ড তার একটি এমএমএস অনলাইনে ছড়িয়ে দেয়ার পর পরিবার তাকে অস্বীকার করে। তখন হাতে কোনও টাকা ছিল না। টাকার জন্য তিনি তার গলার সোনার হার, হাতের আংটি, ফোন সবকিছু বেচে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘টাকার বিনিময়ে অন্যের সঙ্গে রাত কাটাতেও রাজি হয়েছি।’
কিছুদিন আগে শার্লিন চোপড়াও জানিয়েছিলেন, টাকার বিনিময়ে অন্যের শয্যাসঙ্গী হতেন তিনি। তবে কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি।
সানবিডি/ঢাকা/আহো