যুবরাজের পাশে গাভাস্কার

প্রকাশ: ২০১৫-১০-১৯ ১৮:৩১:৪৪


yuvraj-singh_87513যুবরাজ সিংকে বাতিলের খাতায় ফেলে দেওয়া ঠিক হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন সুনীল গাভাস্কার। রবিবার রনজি ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ১৮৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন যুবরাজ। পাঞ্জাব অধিনায়কের ইনিংসে ছিল ১৪টি চার, ৭টি ছয়। অনেক দিন পর যুবরাজের ব্যাটে দাপট দেখে উচ্ছ্বসিত গাভাসকার।
বলেছেন, ‘যুবিকে দলে নিলে ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব পূর্ণ হবে। ভাল একজন অলরাউন্ডার, দলে সত্যি খুবই দরকার। পাশাপাশি ও দলে থাকলে, মিডল অর্ডারের শক্তিও বাড়বে।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়না জঘন্য পারফর্ম করছেন। ভারতীয় দল রবিবারও হেরেছে স্লগ ওভারে রান তাড়া করতে না পেরে। এসব দেখেই গাভাসকার যুবরাজকে দলে ফেরানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন। বলেছেন, ‘খালি বয়সের অজুহাত দিয়ে নির্বাচকরা ওকে উপেক্ষা করলে, ভুল করবেন। এটা একেবারেই ঠিক নয়। যুবি শুধু মিডল অর্ডারের ভারসাম্য বাড়াবে না, একজন বাঁ-হাতি স্পিনারের থেকেও বোলার হিসেবে ও বেশি কার্যকরী। নির্বাচকরা এগুলো বিবেচনা করে দেখুন।’

সানবিডি/ঢাকা/রাআ