ব্রাজিলের নতুন কোচ হলেন তিতে
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ২০:২৮:০৫

কোপা আমেরিকায় অঘটনের শিকার ব্রাজিলের দায়ীত্ব এখন তিতের কাঁধে! ২৯ বছর পর আসরটির কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় সেলেওকাওদের। কোপায় ব্যর্থতার জন্য ব্রাজিলের কোচ থেকে কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিলের দৈনিক ও গ্লোবো বুধবার করিন্থিয়ান্সের সভাপতি রবের্তো দে আন্দ্রাদের উদ্ধৃতি দিয়ে তিতেকে নেইমারদের কোচ হওয়ার খবর দেয়। তারা উদ্ধৃতি দিয়ে করিন্থিয়ান্সের সভাপতি রবার্তো দে আন্দ্রাদোর। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।
করিন্থিয়ান্সের সভাপতি বলেন, তিতে আর করিন্থিয়ানসের সঙ্গে কাজ করছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।
১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ব্রাজিল। এ ব্যর্থতায় পরই দেশটির ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।
তারপর থেকেই করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেয়া তিতের ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা নিয়ে খবর বের হয়। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দে জেনেইরোতে যান তিতে। তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ভালো ছিল, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।
২০১১ ও ২০১৫ সালে সাও পাওলোর বিখ্যাত ক্লাব করিন্থিয়ানসকে ব্রাজিলের শীর্ষ লিগ শিরোপা জিতিয়েছেন তিতে। ২০১২ সালে তার অধীনে ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












