আমার নির্বাচন আমি করব। সাতসমুদ্র তেরো নদীর পার থেকে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেওয়ার তুমি কে— ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
কারও ভিসানীতির তোয়াক্কা করে না জানিয়ে কাদের বলেন, বার্তা দিয়ে দিচ্ছি কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। এ দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব। আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাতসমুদ্র তেরো নদীর পার থেকে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে। এ দেশ গ্যাবনের আলী বঙ্গোর দেশ নয়। এ দেশ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ।
ওবায়দুল কাদের বলেন, আমার গণতন্ত্র. . আমি জানি সারা দুনিয়ার কোথাও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। আজকে যারা নিষেধাজ্ঞার কথা বলে, তাদের নিজেদের দেশে গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, মানবাধিকার পদদলিত হচ্ছে। গণতন্ত্র ও মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত হচ্ছে। কিছুই তারা করতে পারছে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পরোয়া করি বাংলাদেশের জনগণকে। জনগণ ছাড়া কোনো নিষেধাজ্ঞা, ভিসানীতি আমরা মানি না, মানব না। আমার নির্বাচন আমি করব, আমার নিয়মে আমি করব। সংবিধান কীভাবে নির্বাচন করতে হবে বলে দিয়েছে। আমার গণতন্ত্রে আমি নির্বাচন করব, কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। কারও খবরদারিতে বাংলাদেশের নির্বাচন চলবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল প্রমুখ।
এএ