ভারি বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। নারানজো নদীর জল রাজধানীতে বয়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। নিখোঁজ আরও ১৫ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গুয়াতেমালার ন্যাশনাল কোঅর্ডিনেশন ফর ডিজাস্টার রিডাকশন এজেন্সির তথ্য অনুসারে, গুয়াতেমালা সিটি সংলগ্ন নারানজো নদীর পানি উপচে পড়ে তলিয়েছে আশপাশের এলাকা। ভাসিয়ে নিয়েছে ছয়টি বাড়ি। এদের মধ্যে নয়জনই শিশু।
উদ্ধার কর্মীরা জানায়, নিখোঁজদের অনুসন্ধানে চলছে অভিযান। গত কয়েকবছরে ভূমিধসের ঝুঁকি অনেক বেড়েছে গুয়াতেমালায়। চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। মোট ক্ষতিগ্রস্ত ২১ লাখ মানুষ। গত বছর বর্ষা মৌসুমে নিশ্চিহ্ন হয়ে যায় ১০ হাজার বাড়িঘর। পুরোপুরি বিধ্বস্ত হয় চারটি সড়ক ও নয়টি সেতু।
এম জি