শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০৯-২৬ ১৯:০২:০১


চোটের কারণে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিশ্বকাপে খেলা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা হল সত্যি। তাকে না রেখেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার দুশান হেমন্ত। ডাক পাননি অন্যান্য ক্রিকেটারের চোটের কারণে আলোচনায় আসা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিশ্বকাপের কোয়ালিফায়ার ও এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন না তিনি।

এশিয়া কাপে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি বিনোরা ফার্নান্দো, প্রমোদ মদুশান, দুশান হেমন্ত। তাদের মধ্যে পেস বোলার চামিকা করুনারত্নে মূল স্কোয়াডে না থাকলেও আছেন রিজার্ভে। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট থেকে ফেরার জন্য রিহ্যাবে সেই অবস্থার অবনতি হয়। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মেডিকেল কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা জানিয়েছিলেন, বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কম। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপের ফাইনাল না খেলা মাহিশ থিকশানাকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে আশা করা যাচ্ছে বিশ্বকাপের আগেই ফিট হবেন তিনি। থিকশানার সাথে পেসার দিলশান মধুশানকাকেও ডাকা হয়েছে। অবলিক মাসলের চোটের কারণেও এশিয়া কাপে ছিলেন না তিনি।

এশিয়া কাপে রানার-আপ হওয়া লঙ্কানরা ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এরপর স্কোয়াডে পরিবর্তন আনতে চাইলে লাগবে আইসিসির অনুমোদন।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারবিক্রমা, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, দিলশান মধুশানকা, মাহিশ থিকশানা, মাহিশ পাথিরানা এবং লাহিরু কুমারা।

ট্রাভেলিং রিজার্ভ: চামিকা করুনারত্নে।