ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীতে নিখোঁজের একদিন পর মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার দুই সন্তানকে নিয়ে ওই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। এরপর থেকে নিখোঁজ ছিল তারা। আজ সকালে নদীতে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এম জি