৪ যুগ্মসচিবকে বদলি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১২:২৩:০২

প্রশাসনে কর্মরত যুগ্মসচিব পদমর্যাদার ৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মাহমুদুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।
এছাড়াও একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাঈদ-উর-রহমানকে কৃষি মন্ত্রণালয়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন মিয়াকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসানুল আজিজকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










