বাড়তির দিকে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৮ ১০:৫৮:৫০


ফিউচার মার্কেটে ব‍ুধবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। এর প্রধান কারণ ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়া। এক্ষেত্রে মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের দুর্বল বিনিময় মূল্যও প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বুধবার ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ১৯ রিঙ্গিত বা দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭১১ রিঙ্গিতে (৭৮৮ ডলার ৯০ সেন্ট)।

বর্তমানে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক। গত মাসে দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ২২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড এ তথ্য জানায়।

ভোজ্যতেল হিসেবে পাম অয়েলের ব্যবহার সবচেয়ে বেশি। গত মাসে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৩০ হাজার টনে।

মালয়েশিয়ান ‍পাম অয়েল বোর্ডের তথ্য বলছে, আগস্টে দেশটিতে সাড়ে ১৭ লাখ টন পাম অয়েল উৎপাদন হয়। জুলাইয়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৯ শতাংশ। বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল ১৭ লাখ ২০ হাজার টন উৎপাদনের। অর্থাৎ উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে।

এনজে